সমাজের কথা ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার কাউন্সিলের বেনেভোলেন্ট ফান্ডে ৩০ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর কল্যাণ ফান্ড থেকে এ টাকা দেবেন বলে জানিয়েছেন তিনি।
শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘আইনজীবী মহাসমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের ১৫ তলা বিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেন।
এ সময় বিগত বছরগুলোতে প্রধানমন্ত্রী আইনজীবীদের কল্যাণ ও বিচার বিভাগ সংশ্লিষ্টদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
<< আরও পড়তে পারেন >> দুর্বৃত্তপনা করলে ছাড় নেই : প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বলেন, ‘দেশের প্রতিটি মানুষ, একেবারে নিম্নস্তর থেকে শুরু করে উচ্চস্তর, সকলেই যেন ন্যায় বিচার পায়, উন্নত জীবন পায়, দারিদ্রমুক্ত হয় সেটাই আমাদের প্রচেষ্টা।’
তিনি বলেন, ‘এই বিএনপি ক্ষমতায় এসে আমাদের কত নেতা হত্যা করেছে। ২০১৩ সালে অগ্নিসন্ত্রাস করে আরও ভয়াবহ পরিবেশ তৈরি করেছে। এই অগ্নিসন্ত্রাসের সঙ্গে যারা জড়িত, সেই মামলাগুলো দ্রুত শেষ করতে হবে, এটাই আমার অনুরোধ। তাদের শাস্তি কেন দেরি হবে? আগে আন্ডারগ্রাউন্ডে ছিল, এখন আন্দোলনের সুযোগে সামনে এসেছে। তাদের মামলায় যেন তারা সাজা পায়। এটা আপনাদের কাছে আমার দাবি।’