নিজস্ব প্রতিবেদক : যশোরের চিহ্নিত সন্ত্রাসী সেলিম রেজাকে ৪২ বোতল ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ। শহরের শীর্ষ সন্ত্রাসী হিটার নয়নের একান্ত সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরণের অপরাধ মূলক কর্মকা- করে আসছিল।
মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার চাঁচড়া গ্রামের মধ্যপাড়ার ভাড়া বাসা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে গতকাল বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
আটক সেলিম যশোর শহরের শংকরপুর ইসহাক সড়কের মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি চাঁচড়া মধ্যপাড়ার সাব্বির হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম জানিয়েছেন, গত মঙ্গলবার রাতে টহল ডিউটিকালে গোপন সংবাদের ভিত্তিতে চাঁচড়া মধ্যপাড়ার সাব্বির হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ওই বাড়িতে থাকা সেলিম রেজাকে আটক করা হয়। আটককালে তার কাধে থাকা একটি ব্যাগের মধ্যে থেকে ৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দেয়া হয়েছে।
উল্লেখ্য সেলিমের বাড়ি যশোর শহরের শংকরপুরে হলেও তিনি মাদকের কারবার করেন চাঁচড়া মধ্যপাড়ায় ভাড়া বাড়িতে থেকে। দিনের বেলায় শহরের শংকরপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী হিটার নয়নের সহযোগী হিসেবে তার সাথেই চলাফেরা করে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি ফেনসিডিলসহ বিভিন্ন ধরণের মাদক ও অস্ত্রের কারবারেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।