নিজস্ব প্রতিবেদক : যশোরে সরকারি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে হামলা চালিয়ে জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মুনা আফরিণকে লাঞ্ছিত ও কর্মচারী আল আমিনকে হত্যাচেষ্টার মামলায় আটক শীর্ষ সন্ত্রাসী মেহেবুব রহমান ম্যানসেলসহ চারজনের একদিন করে রিমান্ড মনজুর করেছেন আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ এই আদেশ দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই আনছারুল হক আদালতে ৪ আসামির ৫ দিন করে রিমান্ডের আবেদন জানিয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে বিচারক তাদের প্রত্যেকের ১ দিন করে রিমান্ড মনজুর করেন।
আসামিরা হলো, ষষ্ঠীতলার ফরহাদুর রহমান ওরফে আলমাসের ছেলে শীর্ষ সন্ত্রাসী মেহেবুব রহমান ম্যানসেল, একই এলাকার রাকিব হাসান, সাদি ও শংকরপুর গাড়োয়ানপট্টির অনিক হাসান মেহেদি।
উলেস্নখ্য, গত ৫ মার্চ যশোরে জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণকে লাঞ্ছিত ও কর্মচারী আল আমিনকে হত্যার চেষ্টার অভিযোগে ম্যানসেলসহ চারজনকে আটক করে পুলিশ। পরে এ ঘটনায় জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ কোতোয়ালি থানায় মামলা করেন।