নিজস্ব প্রতিবেদক : যশোরের আশ্রম রোডে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, বোমাবাজি ও সংঘর্ষের ঘটনায় এবার আদালতে পাল্টা মামলা হয়েছে। সেই সন্ত্রাসী কামাল হোসেন তুহিনের ছেলে রোহানসহ ১২ জনের বিরুদ্ধে এবার মামলা করেছেন স্থানীয় ব্যবসায়ী আমজেদ গাজী।
অভিযোগ বলা হয়েছে, ব্যবসায়ী আমজেদের ছেলে তাজুকে হত্যাচেষ্টা ও তার বাড়িতে হামলা করে টাকা ও সোনা লুটপাট করা হয়েছে। যার মূল নায়ক সন্ত্রাসী তুহিনের ছেলে রোহান। এ মামলার অন্য আসামিরা হলেন, আশ্রম রোড এলাকার ইসা হোসেন, অমিত, শফিকুল, সুমন, রাবু, আহাদ, রাকিব হোসেন, মিজান, রাব্বি হোসেন, ইউসুফ ও ইমন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহম্মেদ অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
বাদীর অভিযোগ, আসামিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। বাদীর সাথে পূর্বশক্রতা ছিলো। বিভিন্ন সময় তার ও তার পরিবারের ক্ষতি করার পরিকল্পনা করছিলো। তার জের ধরে গত ১৭ মার্চ সন্ধ্যার পর হারান কলোনি এলাকায় আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে উৎ পেতে ছিলো। সেসময় বাদীর ছেলে তাজু সেখানে পৌঁছানো মাত্রই রোহান রামদা দিয়ে তাজুকে আঘাত করে। যা হাত দিয়ে ঠেকায় তাজু। এতে তার হাতে রক্তাক্ত জখম হয়। এসময় অন্যরা রড, বাঁশের লাঠি দিয়ে মারপিট করলে মাটিতে পড়ে যায় তাজু।
এরপর পাশেই বাদীর বাড়িতে হামলা চালায়। আলমারির ড্রয়ার ভেঙ্গে করে নগদ একলাখ ২০ হাজার টাকা, বিভিন্ন সোনা গহনা লুট করে। বাড়িতে থাকা টিভি, ফ্রিজ, মোটরসাইকেলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এসময় বাদী ও তার পরিবারের সদস্যদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে নানা ধরণের হুমকি ধামকি দিয়ে আসামিরা চলে যায়।
উল্লেখ্য, গত ১৭ মার্চ সন্ধ্যারাতে দু’দল সন্ত্রাসীর সংঘর্ষে কামাল হোসেন তুহিনসহ আরও কয়েকজন আহত হন। এ ঘটনায় ওই তাজুসহ ছয়জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন তুহিনের ভাই দেলোয়ার হোসেন। মঙ্গলবার তাজুর বাবা আমজাদ তুহিনের ছেলেসহ ১২ জনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন।