২৮শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
  শাহীন চাকলাদার 
সন্ত্রাসীর টাকায় ভোটকারী ও কিশোর গ্যাংয়ের হোতারা জিতলে সদর উপজেলাবাসী ভাল থাকবে না :  শাহীন চাকলাদার 

নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেন, চার-পাঁচটা খুন করে ফাঁসির আদেশ পাওয়া এক শীর্ষ সন্ত্রাসী বিদেশে পালিয়ে থেকে অস্ত্র ও মাদক ব্যবসায় অবৈধ টাকার পাহাড় করেছে। সেই টাকা এক প্রার্থীর পেছনে খরচ করছে। আর এক প্রার্থী কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করে শহরময় ত্রাস সৃষ্টি করে রেখেছে। তাদের চাকুর খোঁচায় শহরের ভালো ভালো মেধাবী ছেলেরা মারা যাচ্ছে। এসব লোক যদি সদর উপজেলার চেয়ারে বসে, তাহলে মানুষ আর বাঁচতে পারবে না। এসব সন্ত্রাস, মাদককারবারি, খুনিদের তাড়িয়ে মোটরসাইকেল মার্কাকে বিপুল ভোট জয় করতে হবে। জয় হবে মোটরসাইকেলের ইনশাআলস্নাহ।

সোমবার যশোর পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু কে বিজয়ী করার লড়্গে চাঁচড়া রায়পাড়া ইসমাইল কলোনিতে মতবিনিময় সভায় প্রধার অতিথি হিসেবে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, যশোর সদর উপজেলায় একবার সিলেকশনে এবং দুইবারে আপনাদের ভোটে বিজয়ী হয়েছি। পরে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা কেশবপুরে উপ নির্বাচনের জন্য পাঠান। সেখানে এমপি নির্বাচিত হয়। কেশবপুরে যাওয়াতে সদরে সংগঠনকে দুর্বল করার চেষ্টা চলে। সদরে আওয়ামী লীগকে শক্তিশালী করতে জেলা সভাপতি শহিদুল ইসলাম মিলন ও তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে প্রার্থী ঠিক করেছি। আমরা চেয়েছি; এমন একজন প্রার্থী, যে মানুষের জন্য কাজ করবে। অসহায় মানুষের পাশে দাঁড়াবে। আগে আমরা ঈদ আসলেই মানুষদের দশ কেজি করে চাল দিতাম। কিন্তু তিন-চার বছর আমরা উপজেলার চেয়ারে নেই। এজন্য এখন আর গরীব মানুষ সব ধরণের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। মোটরসাইকেল মার্কা বিজয় হবার পর গরীব অসহায় মানুষ পূর্বের মতো আবারও সুযোগ সুবিধা পাবে। আপনারা বিপুল ভোটে মোটরসাইকেল মার্কাকে বিপুল জয়ী করম্নন।

চাঁচড়া রায়পাড়া আওয়ামী লীগ নেতা ইউনুস সাজু সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল খালেক, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, সদস্য সামির ইসলাম পিয়াস, নেতা রেজাউল ইসলাম, পৌরসভার কাউন্সিলার আলমগীর কবির সুমন, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, ছাত্র নেতা আসাদুজ্জামান আসাদ, শহর আওয়ামী লীগের সদস্য বাবলু শেখ, নুরম্নল ইসলাম কাজল, নেতা ইমামুল বিশ্বাস মামুন, হয়রত খান প্রমুখ।

এদিকে, কারবালা ধোপাপাড়া মোড়ে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু’র নিবাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শাহীন চাকলাদার। বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকী বাকা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য রেহেনা খাতুন, যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফেজ, ক্রীড়া সংগঠক সোহেল আল মামুন নিশাদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী শাহিন, কোষাধ্যড়্গ হাজী হাসান, সদস্য আলী হোসেন, তৌহিদুর রহমান, মফিজুর রহমান, আক্তারম্নজ্জামান ডিকু, লিলস্নু রহমান, মহিবুলস্নাহ, হাসান রিজভী, এলাহী আল মামুন প্রমুখ।

 

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram