সমাজের কথা ডেস্ক : সন্তানদের সম্পদের ওয়ারিশ থেকে বঞ্চিত করে পোষা প্রাণীদের নামে লিখে দিলেন এক নারী। ওই নারী জানান, অসুস্থ অবস্থায় কখনো সন্তানদের পাশে পাননি তিনি। সেকারণে এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। আন্তর্জাতিক একটি গণমাধ্যমের এক প্রতিবেদন থেকে এই তথ্য উল্লেখ করা হয়েছে।
ওই খবরে বলা হয়, চীনের শাংহাইয়ে ঘটেছে এই ঘটনা। ওই নারীর নাম লিউ। তিনি তার দলিলে স্পষ্ট উল্লেখ করেছেন, যাতে তার সম্পত্তির কোনও ভাগই তার সন্তানদের না দেওয়া হয়।
তবে চীনের আইন অনুযায়ী পোষ্যেরা কোনও সম্পত্তির অধিকারী হতে পারে না। সেকারণে অনেকেই দলিলে সামান্য পরিবর্তনের পরামর্শ দিয়েছেন। পরামর্শদাতারা বলছেন, ‘আপনি ভরসা করেন এমন কারও নামে সম্পত্তি লিখে দিন, সেই রক্ষণাবেক্ষণ করবে আপনার পোষ্যদের।’