নিজস্ব প্রতিবেদক : আগামী ২৯ মে যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে অবৈধ মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও কালো টাকার মালিকদের বয়কটের আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। তিনি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তরম্নণ শিল্প উদ্যোক্তা, ক্রীড়া সংগঠক ও সমাজসেবী তৌহিদ চাকলাদার ফন্টুকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য আহ্বান জানান। শনিবার রাতে শহরের কাঠালতলায় যশোর পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান।
তিনি বলেন, সদর উপজেলার নির্বাচনে এবার একপক্ষ অবৈধ মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও কালো টাকার লোককে প্রার্থী করেছে । কিন্তু আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মীদের এই টাকা দিয়ে কেনা যাবে না। আমার বিশ্বাস মানুষ সঠিক প্রার্থীকে নির্বাচন করবে।‘
তিনি আরও বলেন, `আমি সদর উপজেলার চেয়ারম্যান থাকতে এই উপজেলার অনেক উন্নয়ন করেছিলাম। তারপরে যে সব চেয়ারম্যান এসেছে, তারা লুট-পাট করেছেন। যে কারণে দৃশ্যমান তেমন কোন উন্নয়ন নেই। আমি যা করে দিয়ে গিয়ে ছিলাম; তাই রয়েছে। আমার সময়ের সেই চলমান উন্নয়নকে এগিয়ে নিতে হলে অবশ্যই তৌহিদ চাকলাদার ফন্টুকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।’
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সংকটে পড়লে দেশ সংকটে পড়ে। আওয়ামী লীগের সংকট যাতে না আসে, এজন্য জেলা আওয়ামী লীগের দেয়া প্রার্থীদের ভোট দিতে হবে। আর এই কারণেই চেয়ারম্যান পদে তৌহিদ চাকলাদার ফন্টু, ভাইসচেয়ারম্যান পদে সুলতান মাহমুদ বিপুল ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে জ্যোৎস্না আরা মিলিকে ভোট দিতে হবে।
বিএনপি-জামাত আবারও মাথা তুলে দাড়ানো চেষ্টা করছে বলে শাহীন চাকলাদার আরও বলেন, তারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এক সন্ত্রাসী গুষ্টি যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপি-জামাতকে সাথে নিয়ে জয়ী হতে চায়। আমরা তা কখন হতে দিতে পারিনা। ২৯ মে নির্বাচনে মাধ্যমে বিএনপি-জামাত, মাদক ব্যবসায়ী, সন্ত্রাস ও কালো টাকার মালিকদের প্রতিহত করে সদর উপজেলা আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হবে।
৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মো¯ত্মাফার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ যুব ও ক্রীড়া বিষায়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপি, সদস্য আনোয়ার হোসেন মো¯ত্মাক, নেতা রেজাউল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহামুদ হাসান বিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম ইউসুফ শাহিদ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রাজিব, পৌরসভার কাউন্সিলর আলমগীর কবির সুমন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম নিয়ামত উলস্নাহ, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন কবির পিয়াস, নেতা মিরাজ আলম অর্ব, গোলাম সিদ্দিকী, ছাত্র নেতা মেহেদী হাসান রনি প্রমুখ।