২৫শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
২ হাজার ভোটের ব্যবধানে সদর উপজেলা চেয়ারম্যান হলেন ফনটু চাকলাদার

নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচনে  চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তরম্নন সমাজসেবী তৌহিদ চাকলাদার ফন্টু। বুধবার (৫জুন) উৎসব মুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মোটরসাইকেল প্রতীকে তিনি ৫৭ হাজার ৯১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের ফাতেমা আনোয়ার পেয়েছেন ৫৫ হাজার ৬১০ ভোট। ২ হাজার ৩০৪ ভোটে জয় লাভ করেন। অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও সদর উপজেলার নির্বাচনের রির্টানিং কর্মকর্তা আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন টিউওবয়েল প্রতীকের সুলতান মাহমুদ বিপুল ও সংরড়্গতি মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন বাশিনুর নাহার ঝুমুর।

চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী ছিলেন ৮ জনের মধ্যে দোয়াত-কলম প্রতীকের আনোয়ার হোসেন বিপুল পেয়েছেন ৩৬ হাজার ৬১১ ভোট, কাপ-পিরিচ প্রতীকের শফিকুল ইসলাম জুয়েল পেয়েছেন ১৪ হাজার ১৫৯ ভোট, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আনারস প্রতীকের প্রার্থী মো¯ত্মফা ফরিদ আহমেদ চৌধুরী পেয়েছেন ১২ হাজার ৫৪৬ ভোট, শালিক প্রতীকে মোহিত কুমার নাথ ৯ হাজার ৯০৪ ভোট, জোড়া ফুল প্রতীকের শাহারম্নল ইসলাম পেয়েছেন ৮ হাজার ৫০৬ ভোট ও হেলিকপ্টার প্রতীকের আ.ন.ম আরিফুল ইসলাম হিরা পেয়েছেন ৬ হাজার ২১৯ ভোট।

ভাইসচেয়ারম্যান পদে টিউওবয়েল প্রতীকের সুলতান মাহমুদ বিপুল পেয়েছেন ৮৩ হাজার ২২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের কামাল খাঁন পেয়েছেন ৪৫ হাজার ২৫৩ ভোট। এছাড়া বৈদ্যুতিক বাল্ব প্রতীকে শেখ জাহিদুর রহমান ৩৭ হাজার ৬৭৫ ভোট, চশমা প্রতীকের শাহজাহান কবীর শিপলু ২৪ হাজার ৫৭৪ ভোট ও উড়োজাহাজ প্রতীকের মনিরম্নজ্জামান ৯ হাজার ৯৫২ ভোট।

সংরড়্গতি মহিলা ভাইসচেয়ারম্যান পদে ফুটবল প্রতীকের বাশিনুর নাহার পেয়েছেন ১লাখ ১৩ হাজার ৫৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস প্রতীকের জ্যোৎস্না আরা বেগম মিলি ৫৪ হাজার ৯৩৭ ভোট ও হাঁস প্রতীকের শিল্পী খাতুন পেয়েছেন ৩১ হাজার ৯৮৪ ভোট।

সকাল ৮টায় ভোট শুরম্নর সাথে সাথে ভোটারদের উপস্থিতি চিল স্বতঃস্ফুর্ত। ইভিএম এ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেয়ে খুশি। ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, তীব্র গরম উপেক্ষা করেও সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। পুরম্নষ ভোটারদের তুলনায় কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি তুলনামূলক অনেক বেশি দেখা গেছে।

ভোট চলাকালে ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। ভোটগ্রহণ চলাকালে শহরের এমএসটিপি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে প্রশাসনের উর্ধ্বতন এ দু’জন কর্মকর্তা সাংবাদিকদের ব্রিফিং করেন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। ভোট হয়েছে উৎসবমুখর।

পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, ভোট কেন্দ্র ও আশেপাশের এলাকায় শাšিত্মপূর্ণ পরিবেশ বিরাজ করেছে। পুলিশ সর্বোচ্চ সর্তক অবস্থানে ছিল। ভোট অবাধ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়। কোথাও কোন সমস্যা হয়নি।

 

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram