নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার ২ হাজার ৮২৮জনকে নতুন বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা ও প্রতিবন্ধী ভাতা কার্ড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলা পরিষদের সম্মেলন কড়্গে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু এ কার্ড বিতরণ করেন।
যশোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশিকুজ্জামান, উপজেলা প্রকল্প বা¯ত্মবায়ন কর্মকর্তা ফিরোজ আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা রণজিত কুমার দাস, সহকারী সমাজসেবা কর্মকর্তা আফরোজা সুলতানা ও চাঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান শামীম রেজা।
কার্ড বিতরণকালে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু বলেন, এদেশে একমাত্র রাজনৈতিক দল আওয়ামী লীগ সব সময় গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়ায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের বাংলার গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়াতে বলতেন। আওয়ামী লীগ সবসময় দেশের মানুষের সাথে আছে। তারা যে কোন দুর্যোগ-দুঃসময়ে মানুষের পাশে এসে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, করোনার সময় যখন মানুষ ঘর থেকে বের হয়নি, কৃষকেরা ধান কাটার জন্য লোক পাচ্ছে না, তখন শেখ হাসিনার নির্দেশে যুবলীগ, ছাত্রলীগ করোনা আক্রাšত্ম মানুষের পাশে দাঁড়িয়েছে, অসহায় কৃষকের ধান কেটে দিয়েছে। তখন এই মানবিক কাজগুলো করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে থেকেছে। আওয়ামী লীগ সব সময় সাধারণ জনগণের জন্য কাজ করে। আগামীতে আরও করবে।’