নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেছেন, সারা দেশের মত যশোরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন কাজ চলছে। কিন্তু একশ্রেণির মানুষ একাজে বাধা সৃষ্টি করতে চায়। জেলা আওয়ামী লীগ তা হতে দেবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী এবং উন্নয়নকে আরও এগিয়ে নিতে ৫ জুন মোটরসাইকেল প্রতীকে ভোট দিন। আর এ ভোটের মাধ্যমে সদর উপজেলা হবে স্মার্ট উপজেলা।
তিনি বলেন, চেয়ারম্যান প্রার্থী মোটরসাইকেল প্রতীকের তৌহিদ চাকলাদার ফন্টু, টিউবওয়েল প্রতীকের ভাইসচেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদ বিপুল ও কলস প্রতীকের মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থী জ্যোৎ¯্না আরা বেগম মিলিকে সৃষ্টিকর্তা অনেক দিয়েছেন। তারা নির্বাচিত হলে দুর্নীতি করবেন না। বরং সদর উপজেলাকে সারাদেশের মধ্যে উন্নয়নের রোল মডেলে পরিণত করবে।
শনিবার বিকেলে দেয়াড়া ইউনিয়নের দত্তপাড়া ও আরবপুর ইউনিয়নের মুক্তেশ্বরী মাধ্যমিক বিদ্যালয়ে মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে একথা বলেন তিনি।
প্রধানবক্তা যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শাহীন চাকলাদার বলেন, গত ১১ বছরে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ করেছি। গ্রামের রা¯ত্মাঘাট, ব্রিজ-কালভার্ট ও স্কুল-কলেজের ব্যাপক উন্নয়ন করেছি। যশোর সদর হাসপাতালে তিন শ’ ফ্যান, এসি, আইসিইউ করে দিয়েছি।’
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে কেশবপুরে উপনির্বাচনে বিজয়ী হয়ে যখন এমপি হই, তখন থেকে যশোর সদর উপজেলার উন্নয়ন থমকে যায়। থমকে যাওয়া উন্নয়নকে এগিয়ে নিতে ৫ জুন মোটরসাইকেল প্রতীককে বিজয়ী করতে হবে।’ সাধারণ সম্পাদক আরও বলেন, ৫জুন চেয়ারম্যান প্রার্থী মোটরসাইকেল প্রতীকের তৌহিদ চাকলাদার ফন্টু, টিউবওয়েল প্রতীকের ভাইসচেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদ বিপুল ও কলস প্রতীকের মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থী জ্যোৎ¯্না আরা বেগম মিলির বিজয়ের মধ্য দিয়ে যশোর সদর উপজেলা সারাদেশের মধ্যে উন্নয়নের রোল মডেলে পরিণত হবে।’
আরবপুর ইউনিয়নের মুক্তেশ্বরী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ নেতা আব্দুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, উপদপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, জেলা আওয়ামী লীগের সদস্য মোয়াজ্জেম হোসেন ও সামির ইসলাম পিয়াস, জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবীর পিয়াস, যশোর পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আলমগীর কবির সুমন, টিউবওয়েল মার্কার ভাইস চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহামুদ বিপুল, কলস মার্কার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জ্যোৎস্না আরা বেগম মিলি, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি সিরাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক একরামুল কবির রবিউল, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নূরম্নল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আসাদুর রহমান কুবুল, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ সবুজ, যুবলীগ নেতা রবিউল ইসলাম মিন্টু, জেলা যুবলীগ নেতা বাবলু ইসলাম বাবু, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুল মান্নান, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ইউসুফ আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন মোড়ল, মোছাদ্দেক হোসেন, নরম্নল ইসলাম, সাবেক ইউপি সদস্য শওকত আলী, ইউপি সদস্য মঈনুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান সালমা পারভিন কেয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা রেজোয়ান ইসলাম রিপন মোড়ল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।
দেয়াড়া ইউনিয়নের সভাপতি মুনসুর আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্তারম্নজ্জামান আনোয়ার, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক তোরাব আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন, ইউপি সদস্য ইসমাইল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আরিফুল ইসলাম মানিক, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা সাদ্দাম হোসেন, ছাত্রলীগ নেতা জাহিদ হাসান। পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।