নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর : যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেছেন, সকলের সমন্বয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করতে হবে। বর্তমান সরকার দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পাশাপাশি এ ব্যাপারে সকলের আšত্মরিকতা প্রয়োজন। বিশেষ করে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে প্রকৃত অপরাধীর শা¯িত্ম নিশ্চিত করতে হবে। অপরাধী যদি স্থানীয় এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের আত¥ীয় হয় তাহলেও ছাড় দেয়া যাবে না।
সোমবার সকালে মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তৃতা তিনি এসব কথা বলেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বিদায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান, থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আবু সাইদ, আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদ, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারম্নক আহাম্মেদ লিটন, দূর্বাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান গাজী মাজহারম্নল আনোয়ার, হরিদাসকাটি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর কবির লিটন, রোহিতা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ উদ্দীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সড়কে যানজট, বাল্যবিয়ে, ইভটিজিং, সন্ত্রাস, মাদক প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। পরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন সিদ্ধাšত্ম গৃহীত হয়।