সমাজের কথা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলার সব বাহিনীর সমন্বয়ে ২২ সদস্যের মনিটরিং সেল গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সেলের নেতৃত্ব দেবেন আইডিএ প্রকল্প—২ এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম। ইসির উপসচিব আতিয়ার রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ জানুয়ারি সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলার বিভিন্ন বাহিনীর প্রতিনিধির সমন্বয়ে মনিটরিং সেল গঠন করা হয়েছে। সেই সেলের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনে কর্মকর্তা পাঠানো এবং ৫ জানুয়ারি প্রাক—পরিকল্পনা সভায় উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ৬ তারিখ সকাল ৮টা থেকে ৯ জানুয়ারি একই সময় পর্যন্ত মোট ৭২ ঘণ্টা মনিটরিং সেল কাজ করবে। দায়িত্বরত কর্মকর্তারা বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করবেন। মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ইসিকে জানাতে হবে।
ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সার্বিক অবস্থা সম্পর্কে অবগত করবে মনিটরিং সেল। ভোটকেন্দ্র বা নির্বাচনী এলাকায় শান্তি—শৃঙ্খলা রক্ষার্থে থাকা র্যাব, পুলিশ, বিজিবি, আনসারের সঙ্গে সমন্বয় করবে তারা।