নিজস্ব প্রতিবেদক : বেনাপোলের কাগজপুকুর গ্রামের জাফর হোসেন একটি সংঘবদ্ধ চক্রের সাথে মিশে মাদক ব্যবসা ও ছিনতাই করে বেড়াচ্ছে। জাফরের স্ত্রী শেখ রেশমা (হিজড়া) সোমবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তৃতীয় লিঙ্গের সদস্য হলেও ২০১৯ সালের ৫ মে তিনি বেনাপোলের কাগজপুকুর গ্রামের জাফরকে ভালোবেসে বিয়ে করেন। এরপর তারা একটি মেয়ে সন্তান দত্তক নিয়ে সুখে শান্তিতে সংসার করছিলেন।
এরমধ্যে জাফর তার এলাকার মাদক ব্যসায়ী চক্রের সদস্য পুটখালির টিটো মোড়ল, ওলিয়ার, উত্তর কাগজপুকুর গ্রামের সহিফুল্লাহর ভাই টিটো ও ড্রাইভার মফির সাথে যোগ দেয়।
এরা প্রতিনিয়ত ফেনসিডিসহ অন্যান্য মাদক দ্রব্য ভারত থেকে এনে দেশের বিভিন্ন জায়গায় পাঠায়। এছাড়াও তারা অন্যান্য মাদক ব্যবসায়ীর মাল ছিনতাই করে। সম্প্রতি একদল মাদক ব্যবসায়ীর কাছ থেকে টিটো মোড়ল চক্র ফেনসিডি ছিনতাই করে।
বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী জানতে পেরে ফেনসিডিলসহ ওই চক্রের সদস্যদের আটক করে। এতে টিটো মোড়ল চক্র ‘আমাকে’ সন্দেহ করে নানা ভাবে হুমকি দিচ্ছে।
সেই সাথে আমার স্বামী জাফর তাদের দলের সদস্য হওয়ায় প্রতিনিয়ত শারিরীক ও মানসিক নির্যাতন করছে। টিটো, ওলিয়ার মফি চক্রের হাত থেকে রক্ষা ও তার স্বামীর কাছে পাওনা ২০ লাখ ফিরে পেতে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।