ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় উপজেলা পরিষদের নবনির্বাচিত তিন জনপ্রতিনিধিসহ চারজনকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মনিরম্নল ইসলাম, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, পরিষদের ভাইস চেয়ারম্যান সাংবাদিক সৈয়দ ইমরানুর রশীদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন সুলতানাকে সংবর্ধনা দেয় পূর্বাশা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিক।
যশোর-বেনাপোল মহাসড়ক লাগোয়া পুরন্দরপুর কপোতাড়্গ কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে চার জনপ্রতিনিধিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় নবনির্বাচিত তিন জনপ্রতিনিধিসহ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানায় ঝিকরগাছা উপজেলা তাঁতী লীগ, পৌর তাঁতী লীগ, হাজিরবাগ ইউনিয়ন তাঁতী লীগ, শংকরপুর ইউনিয়ন তাঁতী লীগ এবং পানিসারা ইউনিয়ন তাঁতী লীগ নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মনিরম্নল ইসলাম। তিনি বলেন, আমার বিজয় ঠেকাতে সাবেক তিন এমপি একাট্টা হয়েছিল। এবার ভোট হয়েছিল নেতা বনাম ভোটার। ভোটাররা আমার পড়্গে রায় দিয়েছে। এ বিজয় আমার নয়, এই বিজয় আপনাদের সাধারণ ভোটারদের। আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই।
পূর্বাশা ডায়গনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মো. একরামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, ভাইস চেয়ারম্যান সাংবাদিক সৈয়দ ইমরানুর রশীদ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন সুলতানা। উপজেলা যুবলীগ সদস্য জুলফিকার আলী ভুট্টোর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ সদস্য জাফিরম্নল হক, উপজেলা তাঁতী লীগ সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আশানুর রহমান, পৌর যুবলীগ সদস্য ফজলে হোসেন বাদশা প্রমুখ।