বাগেরহাট প্রতিনিধি : গতকাল শনিবার সকাল ১০টায় পৌর সভা চত্বরে বাগেরহাট সংকল্প প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা বাগেরহাট জেলা শাখার দি—বার্ষিক নির্বাচন সম্পন্ন হযেছে।
জেলা সংকল্প প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি শেখ হারুন অর রশীদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফিরোজ হাওলাদারের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা শামীম আহসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের ডেপুটি সুপার মোল¬া হমায়ুন কবির, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সহসভাপতি মোল¬া আব্দুর রব, এডিডি ইন্টারন্যাশনালের ফিল্ড কো—অডিনেটর এহসানুল হক, প্রতিবন্ধী নেতা শামিম হাসান। এ সময় অন্যন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক ইয়ামিন আলী, ফকির হাসান আলী, মামুন আহম্মেদ, রুস্তুম আলী হাওলাদার প্রমুখ।
কমটিতে সভাপতি নর্বিাচতি হয়েছেন শেখ হারুন অর রশদি, সাধারণ সম্পাদক নির্বাচতি হয়ছেনে ফিরোজ হাওলাদার। এছাড়া সহ—সভাপতি পদে কুলসুম বেগম, অর্থ সম্পাদক পদে সোহানা আক্তার, সাংগঠনকি সম্পাদক পদে সেলিনা আক্তার বিথী, সাংস্কৃতি ও ক্রিয়া সম্পাদক পদে সুমন মন্ডল, নারী ও শিশু বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছে নাসরিন বেগম ও নির্বাহী সদস্য পদে মো. আজজিুর রহমান ও আতিয়ার রহমান।