অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ষাঁড়ের মাংস বলে গাভীর মাংস বিক্রির দায়ে হোটেল ম্যানেজারকে ২০ হাজার টাকা এবং ওজনে কম দেওয়ায় একটি ডিপার্টমেন্টাল স্টোরের মালিককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার নওয়াপাড়া বাজারে বিসমিল্লাহ হোটেল ও মেসার্স দত্ত ডিপার্টমেন্টাল স্টোরকে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান এই জরিমানা করেন। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক থান্দার কামরুজ্জামান বলেন, ‘নওয়াপাড়া বাজারের বিসমিল্লাহ হোটেল কতৃর্পক্ষ ষাঁড়ের মাংসের দামে গাভীর মাংস বিক্রি করার অপরাধে ম্যানেজার তৈয়েব আলীকে ওজন পরিমাপ মানদণ্ড আইন ২০০৮ এর ৪১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া কাঁচাবাজার সংলগ্ন মেসার্স দত্ত ডিপার্টমেন্টাল স্টোরের মালিক তাপস দত্তকে একই আইনে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
অভিযান চলাকালে খুলনা বিএসটিআইয়ের প্রতিনিধি, নওয়াপাড়া পৌরসভার সমাজউন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, অভয়নগর থানা পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।