নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের ষষ্ঠীতলাপাড়ায় দু’জনকে ছুরিকাঘাত ও এক নারীকে মারপিটের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন ওই এলাকার আজিজুল ইসলাম বাবুর স্ত্রী নুজহাত নাদিয়া স্মৃতি। আসামিরা হলো, ষষ্ঠীতলা বুনোপাড়ার রনি, সুমন, মিলন হোসেন ও রাব্বি।
নুজহাত নাদিয়া স্মৃতি এজাহারে উল্লেখ করেছেন, আসামিরা এলাকায় কিশোর অপরাধী হিসাবে পরিচিত। সবসময় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির ভেতরে পানির ট্যাংকের ওপর দাঁড়িয়ে কুল পাড়তে থাকে। তিনি তাদের নিষেধ করায় তারা তাকে গালিগালাজ করে।
তাকে এলোপাতাড়ি মারপিটে জখম করে। এ সময় তার ছেলে আরাফাত ইসলাম ও ভাই রাহাত সাদ এগিয়ে আসলে তাদেরকেও মারপিটে জখম করে। একটি ধারালো চাকু দিয়ে তার ছেলে ও ভাইকে আঘাত করলে তারা রক্তাক্ত জখম হয়।
এ সময় চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে আহত দু’জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় তিনি থানায় অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসাবে রেকর্ড করে।
স্থানীয়রা জানান, আসামিদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। তারা গত ৭ জানুয়ারি ওই এলাকার এক নারীর গলায় চাকু ঠেকিয়ে সোনার চেইন ছিনতাই করে। এছাড়া তারা এলাকায় একটি মাদক সিন্ডিকেট তৈরী করেছে। ষষ্ঠীতলা থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে তারা মাদক সরবরাহ করে।