নিজস্ব প্রতিবেদক : আগামী ১২ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের লক্ষে জেলা শ্রমিক লীগ এদিন বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। শনিবার বিকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা শ্রমিক লীগের বর্ধিত সভায় এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, ১২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং বিকাল ৪টায় মনিহার চত্বরে জেলা শ্রমিক লীগের আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি।
গতকাল বর্ধিত সভায় জেলা জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের সহ সভাপতি আজিজুল আলম মিন্টু, শেখ আলাউদ্দিন, আকরাম হোসেন, বাবুলল করিম বাবলু, সালাউদ্দিন মোর্তুজা, হোসেন আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাহনুর হোসেন, জামাল হোসেন লাবু, সহ—সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুর মো. কুটি, মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. লিটন, টিপু সুলতান, নীজামউদ্দীন বাবুল, সহ সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন লিটু, মফিজুর রহমান খান, দপ্তর সম্পাদক রিয়াদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাহেদ হোসেন জনি, সহ দর কষাকষি বিষয়ক সম্পাদক সাহাবুদ্দিন, সহ শ্রমিক কল্যাণ সম্পাদক লিটন হোসেন, কার্যকরী সদস্য মশিয়ার রহমান মজনু শেখ, আব্দুর রাজ্জাক সেলিম, রেজা মিঠু, দেলোয়ার হোসেন, শিব কুমার, আব্দুর সাত্তার, জেলা যুব শ্রমিক লীগের সভাপতি কে.এম. কামরুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক ইউসুফ সিকদার প্রমুখ।
এছাড়াও জেলা শ্রমিক লীগের ৪৫জন নেতৃবৃন্দ, উপজেলা শ্রমিকলীগ, পৌর শ্রমিকলীগ, ব্যবসায়িক ইউনিয়ন সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন।