সমাজের কথা ডেস্ক : বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী সারা দেশে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যান এলাকায় জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে দিনটি শুরু হয়।
এদিন সকালে টানা বৃষ্টি উপেক্ষা করে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতে অংশ নেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে ফুল দিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি।
দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমেদ, ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানসহ অন্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরা জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। বিএনপির শ্রদ্ধা নিবেদনের পর একে একে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, ঢাকা মহানগর বিএনপি, ছাত্রদল, জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব), জাতীয়তাবাদী তাঁতী দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব), বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরাম, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশসহ (এ্যাব) বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
শুক্রবার সকাল থেকে কখনো মুষলধারে, কখনো থেমে থেমে বৃষ্টি পড়ছিল। এর মধ্যেই সকাল থেকে জিয়া উদ্যানে ঢল নামে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। এ সময় গুটি কয়েকের সঙ্গে ছাতা থাকলেও বেশিরভাগ নেতাকর্মীকে ভিজতে দেখা যায়। এমনকি কেন্দ্রীয় নেতারাও বৃষ্টিতে ভিজেই সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাদের ‘কে বলে রে জিয়া নাই, জিয়া আছে বাংলায়’, ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।
সারা দেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করা হয়। শুক্রবার দিনব্যাপী আলোচনা সভা, দোয়া মাহফিল, ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষ বিতরণ, বইমেলা, দুঃস্থদের মাঝে খাবার বিতরণসহ নানা কর্মসূচি পালন করে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।