নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু ম্যুরালে মোমবাতি প্রজ্বালন ও ওয়ার্ডে ওয়ার্ডে শোক সভার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী পালন করবে যশোর পৌর আওয়ামী লীগ। গতকাল সোমবার বিকেলে শহরের গাড়িখানা রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভা থেকে এ সিদ্ধাšত্ম হয়।
সভায় যশোর পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক এস এম মাহামুদ হাসান বিপু, সহ-সভাপতি ফিরোজ খান, আলাউদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক তৌহিদুজ্জামান ওসেল, সদস্য রবি মোল্যা, আলী হোসেন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ওলিয়ার রহমান, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসান ইমাম, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক সজল হোসেন, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক ইয়াকুব আলী, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর ইসলাম, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সিদ্দিকী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ছাত্রদের কোটা আনন্দোলনকে পুজি করে বিএনপি-জামাত শেখ হাসিনার স্বপ্ন দেশের উন্নয়নকে বাধাগ্র¯ত্ম করছে। তাদের অবস্থান উন্নত বাংলাদেশের বিপরীতে। এদের রম্নখে দিতে প্রত্যেক দেশপ্রেমিক জনতাকে প্রস্তুত থাকতে হবে। শোকের মাসে আমাদের সতর্ক থাকতে হবে, যাতে কোন ভাবেই যাতে স্বাধীনতা বিরোধীরা কোন ষড়যন্ত্র করতে না পারে। শোক দিবসকে সামনে রেখে সকল ভেদাভেদ ভুলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যাতে করে দেশ বিরোধীরা আর কোনো ষড়যন্ত্র না করতে পারে।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী ৩১ জুলাই সন্ধ্যা সাড়ে ৭ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে মোমবাতি প্রজ্বালন, ১ আগস্ট থেকে কালোব্যাজ ধারণ, যশোর পৌরসভার ৯টি ওয়ার্ডে শোক সমাবেশ, ১৫ আগস্ট ও ২১ আগস্ট যশোর জেলা আওয়ামী লীগের শোক সমাবেশে যোগদান করা হবে।