ক্রীড়া ডেস্ক : বিরাট কোহলি ও যশস্বী জয়সাওয়ালের জুটিতে ভারত বেশ ভালো অবস্থানে ছিল। দুজনে মিলে ১০০ রান পার করেন। তারপর কোহলির সঙ্গে তালগোল পাকিয়ে রান আউট হন জয়সওয়াল। এই ধাক্কায় দিনের শেষে বড় বিপদে ভারত। অস্ট্রেলিয়া তাদেরকে ফলো অনে ফেলে দেওয়ার শঙ্কায় রেখেছে। ফলো অন এড়াতে ভারতকে করতে হবে আরও ১১১ রান।
২ উইকেটে ১৫৩ রান করা ভারত ১৬৪ রানে ৫ উইকেট হারিয়েছে। প্রথম ইনিংসে তারা ৩১০ রানে পিছিয়ে।
প্যাট কামিন্স শুরুতেই ফেরান রোহিত শর্মাকে (৩)। লোকেশ রাহুলকে (২৪) দলীয় ৫১ রানে আউট করেন তিনি। তারপর কোহলি ও জয়সাওয়ালের প্রতিরোধ। ১৪৮ বলে ১১ চার ও ছয়ে সাজানো জয়সাওয়ালের ৮২ রানের ইনিংস থামে। এরপর স্কট বোল্যান্ডের তোপে পড়ে কোহলি ও আকাশ দীপ বিদায় নিলে ঘোরতর বিপদে পড়ে ভারত।
দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া স্টিভ স্মিথের সেঞ্চুরিতে ৪৭৪ রান করে। এদিন ভারতের বিপক্ষে রেকর্ড ১১তম সেঞ্চুরি করেন তিনি। ব্রিসবেনের পর মেলবোর্নে টানা ও ৩৪তম শতক পেলেন স্মিথ। দলের হয়ে সর্বোচ্চ ১৪০ রান করেছেন স্মিথ।
৬ উইকেটে ৩১১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। আজকের দিনে আর ১৬৩ রান যোগ করতেই হারিয়েছে বাকি ৪ উইকেট।
এদিন স্মিথকে দারুণ সঙ্গ দিয়েছেন প্যাট কামিন্স। ৬৩ বলে ৪৯ রান করেন তিনি। ১৫ রান করেছেন মিচেল স্টার্ক ও ১৩ রান নাথান লিয়নের।
ভারতের হয়ে ৯৯ রানে ৪ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার জসপ্রিত বুমরা। রবীন্দ্র জাদেজা ৩টি, আকাশ দীপ ২টি ও ওয়াশিংটন সুন্দর একটি উইকেট পেয়েছেন।