ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাট—১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন এর পক্ষ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এদিন মোট ১৬জন নারীকে এই সেলাই মেশিন দেয়া হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা অডিটোরিয়ামে এসব নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো: হুসাইন শওকত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খান। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউপি সচিব ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।