খুলনা প্রতিনিধি : খুলনা—৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টিতে শেখ হাসিনা দৃষ্টান্ত স্থাপন করেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর সকল ধর্মাবলম্বী মানুষ নিরাপদে ধর্মীয় অনুষ্ঠান করতে পারেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার টানা ক্ষমতায় আছে বলেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। আর একারণেই দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি শুক্রবার সকালে রূপসা উপজেলা প্রশাসন ও রূপসা পূজা উদযাপন পরিষদ আয়োজিত শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও এমপি আব্দুস সালাম মূর্শেদীর ব্যক্তিগত তহবিল থেকে অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল বাকি।
বিশেষ অতিথি বক্তৃতা করেন, রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন, রূপসা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিচুর রহমান, অফিসার ইনচার্জ তদন্ত সিরাজুল ইসলাম, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ফ. ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল।
সভায় স্বাগত বক্তৃতা করেন রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু।
রূপসা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা প্রকৌশলী এসএম ওয়াহিদুজ্জামান, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শ ম জাহাঙ্গীর, নৈহাটী ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, ঘাটভোগ ইউপি চেয়ারম্যান মোল্যা ওয়াহিদুজ্জামান মিজান, আওয়ামী লীগ নেতা গোপাল চন্দ্র মন্ডল, বিনয় কৃষ্ণ হালদার, আসাদ শেখ, খুলনা জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক আল মাহমুদ প্রিন্স, রূপসা উপজেলা বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের সভাপতি বেনজীর হোসেন, উপজেলা হিন্দু—বৌদ্ধ—খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গনেশ চন্দ্র পাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাজীব দাস, কৃষকলীগ নেতা ওয়াহিদুজ্জামান আরমান মিয়া, আওয়ামীলীগ নেতা ফ ম আয়ূব আলী, যুবলীগ নেতা হারুন মোল্যা, আশিষ রায়, কামরুজ্জামান সোহেল, সুব্রত বাকচী, সরদার জসিম উদ্দিন, পিন্টু গোপাল দে, নুর ইসলাম সরদার, খায়রুজ্জামান সজল প্রমুখ।
দুপুরে এমপি সালাম মূর্শেদী পূর্ব রূপসাস্থ সিএন্ডবি জামে মসজিদের উন্নয়নে আর্থিক বরাদ্দ প্রদানকালে প্রধান অতিথির বক্তৃতা করেন।
পরে তিনি সেখানে জুম্মার নামাজ আদায় করেন। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।