এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোর—৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্যে উন্নয়ন করে যাচ্ছেন। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শেখ হাসিনার উন্নয়ন দেখে মানুষ বার বার নৌকায় ভোট দেয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।
তিনি আরো বলেন, নৌকা মার্কায় জনগণ ভোট দেওয়ার কারণেই বঙ্গবন্ধু কন্যা বারবার ক্ষমতায় এসে বাংলাদেশ জুড়ে উন্নয়ন হয়েছে। বিশ্বকে তাক লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশের সুনাম হয়। বাংলাদেশ পুরস্কৃত হয়।
অপরদিকে, বিএনপি ক্ষমতায় থাকলে জঙ্গিবাদ—সন্ত্রাসের উত্থান হয়। বাংলাদেশ তিরস্কৃত হয়। তারা ক্ষমতায় থাকলে লুটপাট করে। আর ক্ষমতায় না থাকলে দেশে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে। দেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত করতে কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাহীন চাকলাদার একথা বলেন।
<< আরও পড়ুন >> বিএনপির সঙ্গে সরকার শর্তযুক্ত সংলাপে রাজি নয় : কাদের
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ মাস্টারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনির সঞ্চালনায় এ সভা হয়। রোববার সন্ধ্যায় পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সভাপতি এস এম রুহুল আমীন, জেলা সদস্য সাবেক চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, জেলা সদস্য ও পৌর সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা দপ্তর সম্পাদক মফিজুর রহমান, সহদপ্তর সম্পাদক মনোজ তরফদার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মহব্বত হোসেন ও সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান।
বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুল হালিম প্রমুখ।
পরে সংসদ সদস্য শাহীন চাকলাদার হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।