নিজস্ব প্রতিবেদক : শেখ কামাল অ্যাথলেটিক্স আšত্মঃস্কুল অ্যাথলেটিক্সের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় যশোরের খেলোয়াড়রা ৪টি স্বর্ণ ও ১টি রোপ্য পদক জিতেছে। হাইজাম্প, রিলে, দীর্ঘ লাফে তারা বিজয়ী হয়েছে। চূড়াšত্ম পর্বে ১০০মিটার স্প্রিন্ট, দীর্ঘ লাফ ও রিলেসহ তিন ইভেন্টে প্রথম হয়েছেন যশোরের চয়ন কুমার বিশ্বাস। অন্যদিকে, ৪০০মিটার রিলে প্রথম হয়েছে মিমিয়া খাতুন এবং দীর্ঘ লাফে দ্বিতীয় সন্ধ্যা রাণী বীন।
বিজয়ী খেলোয়াড় ও ক্রীড়া কর্মকর্তারা বৃহস্পতিবার জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানকে ফুলেল শুভেচ্ছা জানান। বিকেলে ডিসি কার্যালয়ে এ শুভেচ্ছা জানান বিজয়ী খেলোয়াড় চয়ন কুমার বিশ্বাস, মিমিয়া খাতুন, সন্ধ্যা রানী, সাব্বির হোসেন, রিক্তা খাতুন, মাসুদ হোসেসহ খেলোয়াড়রা।
এই সময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, যুগ্ম সম্পাদক এবিএম আখতারম্নজ্জামান, সদস্য ও খো খো পরিষদের সম্পাদক সোহেল আল মামুন নিশাদ, এ্যাথলেটিকস পরিষদের নিবাস হালদার প্রমুখ। উলেস্নখ্য গত ১৩ ও ১৪ মার্চ এ খেলা অনুষ্ঠিত হয় ঢাকার আর্মি স্টেডিয়ামে।