সমাজের কথা ডেস্ক : ২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে ছিল ব্রাজিল। তারপর থেকে ব্রাজিলের ইউরোপজুজু পিছু ছাড়েনি । সেই হারের পর থেকে এ পর্যন্ত বিশ্বকাপের নকআউটে ইউরোপীয় কোনো দেশের বিপক্ষে ব্রাজিল জয় পায়নি ।
এমন এক কঠিন সমীকরণের মধ্যে শেষ চার নিশ্চিতের জন্য ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়েছে ব্রাজিল । রাত ৯টায় কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচটি।
তবে পরিসংখ্যানে এগি ব্রাজিলই। এখন পর্যন্ত ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলা চার ম্যাচের সবগুলোতেই জিতেছে ব্রাজিল। এর আগে বিশ্বকাপের মধ্যে হওয়া দুই দেখায় দুবারই জিতেছে ব্রাজিল। প্রথম ম্যাচে ১-০ গোলে আর দ্বিতীয় ম্যাচে জয় পায় ৩-১ গোলে।
র্যাঙ্কিংয়েও ব্রাজিলের চেয়ে অনেক পিছিয়ে ক্রোয়েশিয়া। তবে তাদের সাম্প্রতিক পারফরম্যান্স খুবি ভাল। তাই হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।