নিজস্ব প্রতিবেদক: সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, দরিদ্রতার কারণে যাতে কোন শিশু শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেই প্রত্যয়ে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান শুদ্ধাঙ্গন’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার কেক কাটা, আলোচনা সভাসহ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট সৌমিত্র রায় সেতু। বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শাহাবুদ্দিন হোসেন, দেশ টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক যুগান্তরের যশোর ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায়, সমাজের কথা পত্রিকার স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম, সমাজসেবী নাসরিন আক্তার। উপস্থিত ছিলেন স্কুলের পরিচালক তন্ময় মন্ডলসহ শিক্ষকমন্ডলী। তন্ময় মন্ডলের পরিচালনার অনুষ্ঠান সঞ্চালনা করেন রাহিকা জান্নাত।
সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, পিছিয়ে পড়া দরিদ্রতার কারণে যাতে কোন শিশু শিক্ষা থেকে বঞ্চিত হতে না পারে সেই প্রত্যয় নিয়ে “একটি ভিন্নধর্মী সেবামূলক স্বেচ্ছাসেবী শিক্ষা প্রতিষ্ঠান ২০২৩ সালে ১০ মার্চ প্রতিষ্ঠিত হয় স্বেচ্ছাসেবী স্কুল শুদ্ধাঙ্গন।
জানা যায়, এম এম কলেজ পড়ুয়া শিক্ষার্থী তন্ময় মন্ডল তাঁর পড়াশোনার ফাঁকে সুবিধাবঞ্চিত শিশুদের পড়াতেন। তার বুঝতে সময় লাগেনি এই শিশুরা বর্ণমালা থেকে অনেক দূরে, নিরক্ষরতার অন্ধকার জগত তাদের সামনে হাতছানি দিচ্ছে। তখনই মনে মনে স্থির করেন এই শিশুদের জন্য কিছু করতে হবে। ভাবনাটাকে তখনই কাজে লাগাতে পথে নামেন তিনি। প্রতিষ্ঠা করেন স্বেচ্ছাসেবী সুবিধাবঞ্চিত শিক্ষাসহায়ক প্রতিষ্ঠান শুদ্ধাঙ্গন। সংগঠনের সাথে যুক্ত স্বেচ্ছাসেবীরা নিয়মিত পাঠদান করে যাচ্ছেন অদম্য এই স্কুলের শিক্ষার্থীদের।