সমাজের কথা ডেস্ক : শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। কারণ আজ দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। এ জন্য কাল বৃহস্পতিবার (২৩ মার্চ) শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে। এরপর ২৪ মার্চ শুক্রবার থেকে শুরু হবে পবিত্র মাহে রমজান। এ কথা জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
আজ সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এ সিদ্ধান্ত জানান । এর আগে বাদ মাগরিব জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসে। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান ।