সমাজের কথা ডেস্ক : সিরিয়ায় ৬১ বছরের বাথ পার্টি শাসনের অবসান ঘটেছে। ১৯৬৩ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা আরব সোশ্যালিস্ট বাথ পার্টির শাসন শেষ হলো রাজধানী দামেস্কে বিরোধী বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে।
১৯৭০ সালে বাথ পার্টির অভ্যন্তরীণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করেন হাফেজ আল-আসাদ। ১৯৭১ সালে তিনি প্রেসিডেন্ট হন। তার মৃত্যুর পর ২০০০ সালে প্রেসিডেন্ট হন তার ছেলে বাশার আল-আসাদ।
শনিবার রাত থেকে দামেস্কের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। বিক্ষোভকারীরা প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রবেশ করেন। এর ফলে রাজধানীর ওপর সরকারের নিয়ন্ত্রণ প্রায় সম্পূর্ণ হারিয়ে যায়।
বিরোধী দল এক টেলিভিশন বিবৃতিতে জানায়, তারা দামেস্ক মুক্ত করেছে এবং প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ২৪ বছরের শাসনের অবসান ঘটিয়েছে। তারা ঘোষণা দেয়, স্বৈরশাসক বাশার আল-আসাদকে উৎখাত করা হয়েছে।
দামেস্কের সেডনায়া কারাগার, যা শাসকগোষ্ঠীর নৃশংস নির্যাতনের জন্য কুখ্যাত, সেখানে বিক্ষোভকারীরা অভিযান চালিয়ে সব বন্দিকে মুক্ত করে।
বিরোধী বাহিনী ইতোমধ্যে আলেপ্পোর কেন্দ্রীয় অংশের বেশিরভাগ এলাকা এবং ইদলিব প্রদেশের পুরো অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। গত বৃহস্পতিবারের তীব্র সংঘর্ষের পর হামা শহরের কেন্দ্রীয় এলাকা নিয়ন্ত্রণে নেয় তারা।
দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের নিয়ন্ত্রণও শুক্রবার বিরোধী গোষ্ঠীগুলোর হাতে আসে। সেদিনই তারা সুয়াইদা প্রদেশ দখল করে এবং স্থানীয় বাহিনী কুনেইত্রা প্রদেশের রাজধানীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
বর্তমানে বাশার আল-আসাদ কোথায় আছেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি। গুঞ্জন রয়েছে, তিনি বিমানে করে হোমস শহরের দিকে পালিয়ে গেছেন। তবে তার সঠিক অবস্থান সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড