সমাজের কথা ডেস্ক : শিশু—কিশোরদের সাংস্কৃতিক বিকাশের লক্ষ্য নিয়ে বাংলাদেশ শিশু একাডেমিতে জানুয়ারি—ডিসেম্বর ২০২৪ শিক্ষাবর্ষ থেকে ভর্তির বয়সসীমা অনূর্ধ্ব—১৮ নির্ধারণ করা হয়েছে। ৬ থেকে অনূর্ধ্ব—১২ বছর বয়সীরা জুনিয়র শাখায় এবং ১৩ থেকে অনূর্ধ্ব—১৮ বছর বয়সীরা সিনিয়র শাখায় ভর্তি হতে পারবে।
কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের ৬৪ জেলা এবং কেশবপুর, পরশুরাম, মিঠাপুকুর, কুলাউড়া, শ্রীনগর ও বাবুগঞ্জ— এই ৬টি উপজেলা এবং ঢাকা জেলা শাখা কার্যালয়ের অধীন উত্তরা ও সাভার শাখায় প্রশিক্ষণ দেওয়া হবে।
জুনিয়র শাখায় সংগীত, নৃত্য, চিত্রাংকন ও সৃজন, আবৃত্তি ও উপস্থাপনা শৈলী, গীটার, তবলা, নাট্যকলা, ইংরেজি ভাষা শিক্ষা, দাবা, কম্পিউটার, সুন্দর হাতের লেখা, বাঁশি, বেহালা এবং দোতারা বিষয়ে ১ থেকে ৪ বছর মেয়াদে ভর্তি হওয়া যাবে।
সিনিয়র শাখায় উচ্চাঙ্গ সংগীত, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, লোকসংগীত, ভরতনাট্যম, কত্থক, মণিপুরী, সৃজনশীল ও লোকনৃত্য, আবৃত্তি ও উপস্থাপনা শৈলী, নাট্যকলা বিষয়ে ২ বছর মেয়াদে এবং কম্পিউটার স্কিল ডেভেলপমেন্ট বিষয়ে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক্স ডিজাইন কোর্সে ১ বছর মেয়াদে ভর্তি হওয়া যাবে।
কেন্দ্রীয় কার্যালয়ে সরাসরি এসে অথবা শিশু একাডেমির ওয়েবসাইট থেকে ভর্তি ফরম সংগ্রহ করা যাবে। ভর্তি চলবে ১৮ ডিসেম্বর ২০২৩ থেকে ১৬ জানুয়ারি ২০২৪ পর্যন্ত এবং ক্লাস শুরু হবে আগামী ১৮ জানুয়ারি ২০২৪। এছাড়া দেশের অন্যান্য স্থানে ভর্তির বিষয়ে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তার সাথে যোগাযোগ করতে হবে।