নিজস্ব প্রতিবেদক : যশোর শব্দ থিয়েটারের আয়োজনে যশোর শিল্পকলা একাডেমিতে ‘শয়তান নাটক মঞ্চস্থ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় যশোর বেস্ট চয়েজ’র সৌজন্যে ‘কাহলিল জিবরান’র গল্প থেকে মাস্উদ জামান’র নাট্যরূপ এবং নির্দেশনায় ‘শয়তান’ নাটকটি মঞ্চস্থ হয়। নাটকের শুরুতে সম্মাননা দেওয়া হয় ছড়াকার এবং শিশু সাহিত্যিক মামুন সরোয়ারকে। সম্মাননা প্রদান করেন শব্দ থিয়েটারের উপদেষ্টা ও চিত্র শিল্পী মুস্তাক আহম্মেদ পলাশ। উত্তরীয় প্রদান করেন শব্দ থিয়েটারের সদস্য জায়েদ খালেক।
নাটকে শয়তান ফাদারকে উদ্দেশ্য করে বলেন, ফাদার আপনি আমাকে মারবেন না। আপনি যদি আমাকে মারেন তাহলে আপনাদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে। কারণ শয়তান না থাকলে মানব জাতি ভালো হয়ে যাবে। মানুষ ভালো হয়ে গেলে আপনাদের নিকট উপদেশ গ্রহণ করতে কেউ আসবে না। যশোর শিল্পকলা একাডেমিতে শয়তান নাটক দেখার জন্য বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ভিড় ছিল।
শয়তান নাটকের অভিনয় করেন, শয়তান চরিত্রে মাসুদ জামান, ফাদার চরিত্রে অরুন মজুম্দার। এছাড়াও অভিনয় করেন, পিয়াস মন্ডল, সোহেল, মেহেদী, সবুজ, রেজা সানজিদা এবং নিশাত। মেকাপ করান স্বপন দাস, তুহিন এবং অসীম। মিউজিকে ছিলেন রিফাত এবং নাটক উপস্থাপনা করেন মির্জা রিয়াজ।