সমাজের কথা ডেস্ক : গ্রুপপর্বে অপরাজিত থেকে শ্রীলংকা ও পাকিস্তানকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব—১৯ ক্রিকেট সিরিজের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে এসেই হোঁচট খেল টাইগ্রেসরা। শ্রীলংকার বিপক্ষে ৩৬ রানে হেরে শিরোপা খোয়াল তারা।
শুক্রবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হওয়া এই ম্যাচে ব্যাটিং—বোলিং দুই বিভাগেই ব্যর্থ হয়েছে বাংলাদেশ। শ্রীলংকা নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৮ রানের বড় সংগ্রহ তোলে। যার জবাব দিতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১২ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এদিন শুরু থেকেই বিপর্যয়ে পড়ে। ২৩ রান তুলতেই হারায় শুরুর ৪ উইকেট। একে একে ফিরে যান ইভা, হাবিবা ইসলাম পিংকি, সুমাইয়া আকতার সুবর্না ও অধিনায়ক সুমাইয়া আক্তার।
রাবেয়া খান ও উন্নতি আক্তার পঞ্চম উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। ৪০ রানের জুটি গড়েন তারা। যদিও সেটি ছিল বেশ ধীরগতির। শেষের দিকেও কেউ দ্রুতগতিতে রান তুলতে না পারায় ১১২ রানেই থামে টাইগ্রেসরা। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান আসে রাবেয়ার ব্যাটে।
প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিংয়েই রানের পাহাড় তোলে শ্রীলংকা। ১০৪ রানের জুটি গড়েন দুই ওপেনার বিহঙ্গ উইজারাত্নি ও পর্না সেনারত্মা। এই দুজনের ইনিংসের ওপর ভর করেই ১৪৮ রানের বড় রান করে লংকানরা। ৫৭ অপরাজিত ৬৬ রানের অনবদ্য ইনিংস খেলেন সেনারত্না। ৪২ বলে ৪৯ রান করেন উইজারাত্নি।