নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড দ্বিতীয় বিভাগ পুরুষ হ্যান্ডবল লিগের শিরোপা জয়ের দৌড়ে টিকে রইলো লালদীঘি স্পোর্টিং হ্যান্ডবল ক্লাব, যশোর ফ্রেন্ডস ক্লাব ও রেইনবো ক্রীড়া সংস্থা।
গতকাল মঙ্গলবার নক আউট ভিত্তিতে অনুষ্ঠিত লিগের দ্বিতীয় রাউন্ডের পৃথক তিনটি খেলায় জয় লাভের মধ্য দিয়ে তার শিরোপা জয়ে দৌড়ে এগিয়ে যায়। খেলা তিনটি যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
দিনের প্রথম খেলায় মধূ চক্র স্পোর্টিং অ্যাসোসিয়েশনকে ২২-৭ গোলের বড় ব্যবধানে পরাজিত করে লালদীঘি স্পোর্টিং হ্যান্ডবল ক্লাব। দ্বিতীয় খেলায় বদরুল আলা স্মৃতি সংসদকে ৩-২ গোলে পরাজিত করে যশোর ফ্রেন্ডস ক্লাব। দিনের শেষ খেলায় বিপনন স্পোর্টসকে ২৩-২ গোলের বড় ব্যবধানে পরাজিত রেইনবো ক্রীড়া সংস্থা।
বিজয়ী তিন দল নিয়ে লিগ ভিত্তিতে শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে প্রতিটি দল একে অপারের মুখোমুখি হবে। সর্বোচ্চ বিজয়ী দল চ্যাম্পিয়নের মর্যাদা লাভ করবে।