অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের পস্নাটফর্মে শিড়্গকিা ও ছাত্রী মারপিট করা ট্রেনের সেই পরিচালক আব্দুলস্নাহ আল মামুনকে সাময়িক বরখা¯ত্ম করা হয়েছে। শনিবার (১৮ ফেব্রম্নয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের প্রধান স্টেশন মাস্টার মাসুদ রানা।
স্টেশন মাস্টার মাসুদ রানা জানান, এক শিড়্গকিার লিখিত অভিযোগের ভিত্তিতে রেলওয়ে বিভাগীয় দপ্তর পাকশি আব্দুলস্নাহ আল মামুন নামে ট্রেনের এক পরিচালককে (গার্ড) সাময়িক বরখা¯ত্ম করেছে। এছাড়া ট্রেনের সকল দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দিয়েছে।
ওই দিনের ঘটনা তদšত্ম করে আইনগত ব্যবস্থা গ্রহণেরও সিদ্ধাšত্ম নিয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার সকালে যশোরের ঝিকরগাছায় স্কাউটের পুষ্পক্যাম্প অনুষ্ঠানে অংশ নিতে দুই ছাত্রীসহ এক শিড়্গকিা নওয়াপাড়া রেলওয়ে স্টেশনে যান। সকাল আনুমানিক সাড়ে ৭ টার দিকে বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেন নওয়াপাড়া রেলওয়ে স্টেশনে পৌঁছায়।
ট্রেনে প্রচ- ভিড় থাকায় তিনি দুই ছাত্রীকে নিয়ে ট্রেনের পরিচালক আব্দুলস্নাহ আল মামুনের বগিতে (গার্ডরম্নম) উঠার চেষ্টা করেন। ট্রেনের পরিচালক তাদের উঠতে না দিয়ে প্রথমে শিড়্গকিার মুখে লাথি মারেন। পরে প্রতিবাদকারী এক ছাত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। ঘটনার পর আহত শিড়্গকিা নওয়াপাড়া রেলওয়ে কর্তৃপড়্গরে নিকট লিখিত ও ৯৯৯-এ ফোর করে অভিযোগ করেন।