নিজস্ব প্রতিবেদক : জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার যশোর জেলা পর্যায়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ। শনিবার যশোর শামস—উল—হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে যশোর কালেক্টরেট স্কুলকে ৪৪ রানে পরাজিত করে।
খেলায় টস জিতে যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ ব্যাট করতে নেমে ২৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাট হাতে কাবিদ আল সিয়াম ৫৯ এবং শাহরিয়ার হোসেন রনি ও রেদোয়ানুল ইসলাম ১৩ করে রান সংগ্রহ করেন।
বল হাতে কালেক্টরেট স্কুলের আসিফ মাহমুদ ও আসিফ জামান ৪টি করে এবং সাদমান খান ২ টি উইকেট লাভ করেন।
জয়ের জন্য কালেক্টরেট স্কুল ১০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫ ওভার ৩ বলে মাত্র ৫৯ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে। দলের কোন ব্যাটার দুই অংকের রান সংগ্রহ করতে পারেনি। বল হাতে যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের মাহমুদ হাসান জাহিদ ৫টি, সানোয়ার হোসেন রনি ৪টি এবং রেদোয়ানুল ইসলাম ১ টি উইকেট লাভ করেন। ফাইনালে ম্যান দ্য ম্যাচ নির্বাচিত হন মাহমুদ হাসান জাহিদ। খেলা শেষে এক অনুষ্ঠানের মাধ্যমে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো, প্রাইম ব্যাংক যশোর শাখার কর্মকর্তা মোস্তফা মাহমুদ, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খায়রুজ্জামান বাবু, ইউসুফ হাসান, এহসানুল হক সুমন প্রমুখ।