কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো—অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা শনিবার সকালে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক মছিহুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আফসার উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার নাসিমা খাতুন, কালবের সহকারি জেলা ব্যাবস্থাপক হাফিজুর রহমান, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আসাদুজ্জামান ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাবেক চেয়ারম্যান স ম কামরুজ্জামান, বর্তমান ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা, জয়েন্ট সেক্রেটারী শহীদুল্লাহ, ট্রেজারার নাজমুল হুদা বাবু, ডিরেক্টর এনামুল হক, পাঁজিয়া ডিগ্রী কলেজের প্রভাষক শাহাজাহান আলী, কালব লিমিটেডের উপজেলা ব্যাবস্থাপক পলাশ কুমার কর, প্রেগ্রাম এসিস্টান্ট কাইয়ুম মোল্লা, অফিস সহায়ক ইকবাল হোসেন প্রমুখ। এ সময় ১০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।