বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) যশোর জেলার শাখার উদ্যোগে খুলনা বিভাগীয় শিক্ষক ও শিক্ষা আন্দোলন বিষয়ক মতবিনিময় সভা এবং বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের যশোর কলেজে আয়োজিত মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাকবিশিস কেন্দ্রীয় সভাপতি ডক্টর নূর মোহাম্মদ তালুকদার।
তার প্রবন্ধে তিনি বলেন, শিক্ষা ব্যবস্থা সরকারিকরণ না হওয়া পর্যন্ত সরকারি—বেসরকারি শিক্ষকদের বৈষম্য দূর করা সম্ভব না।
সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) যশোর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ পাভেল চৌধুরী।
বক্তৃতা করেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক আকমল হোসেন, উপশহর ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ শাহীন ইকবাল, বর্তমান অধ্যক্ষ মোশার্রফ হোসেন, বীরপ্রতিক ইসহাক কলেজের অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ, মনোহরপুর কারিগরি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, ডক্টর আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের উপাধ্যক্ষ এম মনঞ্জুরুল ইসলাম, বিভাগীয় শিক্ষক ও শিক্ষা আন্দোলন বিষয়ক মতবিনিময় সভা ও বার্ষিক বনভোজনের আহবায়ক সহকারী অধ্যাপক মোক্তার আলী, শিক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ওয়াহেদুজ্জামান প্রমুখ।
সংগঠনের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক ও ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের সহকারী অধ্যাপক এমএ গফুর উপস্থাপনায় ছিলেন। -সংবাদ বিজ্ঞপ্তি