চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীর ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জিন্নাত আলী মীরকে আদালত ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন।
বাগেরহাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত—১ (বিচার) এর বিচারক শেখ আসাদুল ইসলাম ১৭ অক্টোবর এ রায় ঘোষণা করেন।
মামলায় অভিযুক্ত ছিব্বির মীরকে এক বছরের কারাদণ্ডাদেশ এবং বাকী চার অভিযুক্তকে এক হাজার ৫০০ টাকা করে জরিমানা অনাদায়ে দু’দিনের কারাদণ্ডের রায় দেওয়া হয়।
২০ অক্টোবর বিকেলে মামলার বাদী সরোজ কুমার গাইনের আইনজীবী অ্যাডভোকেট অনিমা রাণী দেবনাথ এসব তথ্য নিশ্চিত করেছেন।
<< আরও পড়ুন >> সোনা চোরাচালানে ৮ ও অস্ত্র মামলায় ১৭ বছর কারাদণ্ড
মামলার বরাত দিয়ে অ্যাডভোকেট অনিমা রাণী দেবনাথ আরও জানান, জায়গা দখলকে কেন্দ্র করে ২০২১ সালের ১৭ জানুয়ারি সন্ধ্যা ৬ টার দিকে জিন্নাত আলী মীরের নেতৃত্বে অন্যান্য আসামিরা বাদী সরোজ কুমার গাইনের পরিবারের উপর হামলা করে।
এতে বাদীর পরিবারের চার নারীসহ সাতজন আহত হন। এ ঘটনায় বাদী হয়ে সরোজ কুমার গাইন ১৯ জানুয়ারি চিতলমারী থানায় মামলাটি দায়ের করেন। মামলার রায়ে বাদী পক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। তারা ন্যায় বিচার পেয়েছেন।
জিন্নাত আলী মীরের আইনজীবি অ্যাডভোকেট অসীম কুমার সমাদ্দার মুঠোফোনে বলেন, ‘আমরা আসামি পক্ষে আপিল আবেদন করেছি। আশা করি ন্যায় বিচার পাব।’