নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপির উদ্যোগে লেবুতলা ইউনিয়নের অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার ইউনিয়নের কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, লেবুতলা বাজার ও আন্দোলপোতা বাজারে এই কম্বল বিতরণ করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক খলিলুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জোৎস্না আরা মিলি, যুবলীগনেতা তৌহিদ চাকলাদার ফন্টু, পৌর আ’লীগের যুগ্ম সম্পাদক এসএম ইউসুফ শাহিদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, নেতা আমিনুর রহমান মিঠু, শুভ চক্রবর্তী মিন্টু, জাহাঙ্গীর আলম লিপু, জেলা ছাত্রলীগের নেতা বিন আমিন হাওলাদার, নেতা শহিদুল ইসলাম শহিদ, আশাদুজ্জামান আশা, মোহন কুমার ঘোষ, অভিজিত কুমার ঘোষ, নিশির কুমার ঘোষ, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি খলিলুর রহমান, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমদাদুল হক, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সরওয়ার হোসেন, সাধারণ সম্পাদক ডা. রমজান আলী, মুক্তিযোদ্ধা অলিয়ার রহমান, সাবেক চেয়ারম্যান স্বপন কুমার মিত্র, নেতা ইমদাদুর রহমান, তৌহিদুর রহমান, শহিদুল ইসলাম শহিদ, মতিয়ার রহমান, ইনতাজ আলী, নূরম্নল ইসলাম, শাহাদত হোসেন প্রমুখ।