নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি বলেছেন, বিএনপি সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিলো। তারা শিক্ষার্থীদের হাতে কলমের পরিবর্তে অস্ত্র তুলে দিয়েছিল।
শিক্ষাপ্রতিষ্ঠানে গুলি-বোমা ছিল প্রতিদিনকার ব্যাপার। এক দলের নেতাকর্মীরা অন্য দলের নেতাকর্মীদের হত্যা করতো। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে অস্ত্রের পরিবর্তে শিক্ষার্থীদের হাতে কলম তুলে দিয়েছে। বঙ্গবন্ধুকন্যা এদেশের সব শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজ করে যাচ্ছেন।
সোমবার বিকেলে যশোর সদরের তালবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ও সবুজ একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ১০ মেধাবী শিড়্গার্থীর বাইসাইকেল প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
এমপি শাহীন চাকলাদার আরও বলেন, দেশের তরম্নণ সমাজকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। জাতির পিতা একটি বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর, জিয়া-এরশাদ-খালেদা এ দেশের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেয়। ৭৫ পরবর্তী প্রজন্মকে ইতিহাসের একটা অন্ধকারের মধ্যে রেখে বড় করা হয়েছে।
যে কারণে তারা বাংলাদেশের সত্যিকারের ইতিহাস ৯৬ সালের আগে জানতে পারেনি। দীর্ঘদিন পর জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে নতুন প্রজন্মের সামনে ইতিহাস তুলে ধরা হয়েছে।’
অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সভাপতি হুমায়ন কবির তুহিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী মেজর দিলরম্নবা খাতুন সোনালী ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ। স্বাগত বক্তব্য রাখেন তালবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিড়্গক ওসমান গণি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ
হাসান বিপু, জেলা আওয়ামীলীগ নেতা রেজাউল ইসলাম, শুভ চক্রবর্তী মিন্টু, আমিনুর রহমান মিঠু, যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক
দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ বিপুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, পৌর ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান রনি, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোমেল হোসেন, ছাত্র নেতা শুভ
গোস্বামী মৃন্ময়, ইসলামুল হক তন্ময়, বিন আমিন হাওলাদার, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য লিপু হোসেন, তরিকুল ইসলাম, তৈয়েবুর রহমান, টিপু সুলতান, স্বপ্না খাতুন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিড়্গক পরিতোষ কুমার পাল।