নিজস্ব প্রতিবেদক : জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপির উদ্যোগে গতকাল শুক্রবার শহরের নতুন খয়েরতলার সাইয়্যেদুনা মুহাম্মাদুর রাসুলুলস্নাহ (সাঃ) ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে কম্বল বিতরণ করেন যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু। উপজেলার কৃষকলীগ নেতৃবৃন্দের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। নেতৃবৃন্দ নিজ নিজ এলাকার শীতার্তদের কাছে এ কম্বল পৌছে দেবেন।
এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট শামছুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন, সহসভাপতি অ্যাডভোকেট কাজী বাহাউদ্দিন ইকবাল, যুগ্ম সম্পাদক ফয়েজ আলম মনির, সাংগঠনিক সম্পাদক তোরাপ আলী, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, মৎস ও প্রাণি বিষয়ক সম্পাদক মজিবর রহমান, জেলা কৃষকলীগ নেতা কামরম্নজ্জামান মিলন, পৌর কৃষক লীগের সভাপতি এসএম আব্দুর রব, সাধারণ সম্পাদক আবু সাইদ বাবু, যুগ্ম সম্পাদক টুটুল মোলস্না, ত্রাণ ও পুর্নবাস সম্পাদক রিপন খান, নেতা রফিক আহমেদ প্রমুখ।