শালিখা প্রতিনিধি: মাগুরার শালিখার আড়পাড়া-বুনাগাতী সড়কের আড়পাড়া গ্রামীণ টাওয়ারের পাশে দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন আড়পাড়া বাজারের দাঁতের ডা.সাহাবুর ও কাপড়ের দোকানের সেলসম্যান শাকিল।
বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাক-পিকআপ-মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। তারা দুজন এক সাথে মোটরসাইকেলে যাচ্ছিলেন। তাদের বাড়ি শালিখা উপজেলার জুনারী গ্রামে।
ঘটনার পর শালিখা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক ও পিকআপ আটক করে এবং লাশ উদ্ধার করে। তবে উভয় গাড়ির চালক হেলপার পালিয়েছে।