নিজস্ব প্রতিবেদক : যশোরে ফেনসিডিলের মামলায় শার্শার মাদক কারবারি হাসান আলীকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক দু’জনকে খালাস দিয়েছেন।
রোববার অতিরিক্তি দায়রা জজ ৩য় আদালতে বিচারক ফারজানা ইয়াসমিন এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত হাসান আলী শার্শার দুর্গাপুর গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্তি পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের ১০ মার্চ রাতে যশোরের র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে হাসান আলীর বাড়িতে অভিযান চালান। এ সময় হাসান আলী ও একই গ্রামের মারুফ হোসেনকে আটক করা হয়। আটক হাসান আলীর স্বীকারোক্তিতে তার ঘর থেকে বস্তÍা ভর্তি ২০৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাবের ডিএডি ফরিদ মিয়া বাদী হয়ে আটক দু’জনসহ তিনজনকে আসামি করে মাদক নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে এজাহারনামীয় তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই বাবুল আক্তার।
দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি হাসান আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। ঘটনার সাথে জড়িত থকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর আসামি মারুফ হোসেন ও আনিসুর রহমানকে খালাস দিয়েছেন বিচারক। সাজাপ্রাপ্ত হাসান আলী পলাতক রয়েছে।