শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার জামতলা থেকে ১০ টি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এই সোনা পাচারকারীরা ভারতে পাচারের চেষ্টা করছিল।
বৃহস্পতিবার দুপুরে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল ওই সোনারবার বার উদ্ধার ও জব্দ করে। আটকরা হলেন- নড়াইল জেলা সদরের বাহির গ্রামের জাহেদ আলীর ছেলে জাফর আলী(৫২) ও চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার দুধপাতিল গ্রামের বিল¬াল হোসেনের ছেলে নয়ন আলী (১৮)।
ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, অগ্রভুলাট ক্যাম্পের সদস্যরা শার্শার জামতলায় সন্দেহজনক দুই ব্যক্তিকে থামায়। পরে তল্লাশি চলাকালে তাদের মোজার মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ১০ টি সোনার বার পাওয়া যায়। জব্দকৃত সোনার ওজন এক কেজি ১৬৭ গ্রাম। এই সোনার বাজার দাম প্রায় কোটি টাকা ।