সাড়াতলা (শার্শা) প্রতিনিধি : যশোরের শার্শার গোড়পাড়া ক্যাম্প পুলিশের অভিযানে ভারত থেকে পাচার হয়ে আসা প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ৭৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে শার্শা সীমান্তবর্তী শালতা গ্রামের মাঠ থেকে এ গাঁজার চালান উদ্ধার ও জব্দ করা হয়। তবে অভিযানে মাদক চোরাচালানের সাথে সংশি¬ষ্ট কোনো আসামিকে পুলিশ আটক করতে পারেনি।
শার্শা থানা পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, এলাকার শালতা গ্রাম দিয়ে মাদকের একটি বড় চালান ভারত থেকে বাংলাদেশে আনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের একটি টহলদল সেখানে গোপনে অবস্থান নেয়।
ভোর রাতে ভারত সীমান্ত পেরিয়ে পাঁচ ছয়জনের একটি মাদক চোরাকারবারি দল বাংলাদেশের অভ্যন্তরে শালতা গ্রামের মাঠে প্রবেশ করলে পুলিশ তাদেরকে থামার নির্দেশ দেয়। এ সময় মাদক চোরাকারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ বস্তাগুলি উদ্ধার করে। এ সময় বস্তার মধ্যে থাকা ৭৮ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার বর্তমান বাজার মূল্য ৪৬ লক্ষ ৮০ হাজার টাকা বলে পুলিশ জানায়।
এ অভিযানে পুলিশ উপজেলার ফুলসর গ্রামের বয়দার রহমান (৩৩) কে পাচারকারি হিসেবে শনাক্ত করতে পারায় অভিযানে নেতৃত্ব দানকারি পুলিশ কর্মকর্তা তাকে আসামি করে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।