২০শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শাড়ির সঙ্গে কোন ব্যাগ মানানসই?
শাড়ির সঙ্গে কোন ব্যাগ মানানসই?
496 বার পঠিত

সুন্দর শাড়ি, মানানসই সাজসজ্জা! সবটা নিয়েই কারও বাইরের সৌন্দর্য ফুটে ওঠে। কিন্তু, শাড়ির সঙ্গে জুতসই গয়না, জুতো আর ব্যাগ না থাকলে, সাজগোজ থেকে যায় অসম্পূর্ণ।

তবে, কোন ধরনের শাড়ির সঙ্গে কোন ব্যাগ মানাবে, তা বুঝে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। বাজারে রয়েছে নানা ধরনের ব্যাগ। সময়ের সঙ্গে সেই ব্যাগেও লাগছে নতুনত্বের ছোঁয়া। কোন শাড়ির সঙ্গে কোন ব্যাগে আপনি হয়ে উঠতে পারেন ফ্যাশন দুরস্ত, রইল তারই ধারণা।

স্লিং ব্যাগ
স্লিং ব্যাগ একটু ঝোলানো হয়। সাধারণত চৌকো বাক্স ধরনের স্লিং ব্যাগ যার সঙ্গে সোনালি চেন থাকে, তা যে কোনও শাড়ির সঙ্গেই মানায়। এ ছাড়াও আকার অনুযায়ী বিভিন্ন ধরনের স্লিং ব্যাগ হয়। কোনওটা একরঙা, কোনওটা চামড়ার, আবার কোনওটা প্রিন্টেড কাপড়ের। কোন ধরনের শাড়ি পরছেন ও কোন অনুষ্ঠানে যাচ্ছেন, তার সঙ্গে সাযুজ্য রেখে মানানসই ও প্রয়োজনমতো ব্যাগ বেছে নিতে পারেন।

ক্লাচেস
বিয়েবাড়ি হোক বা পার্টি, জমকালো শাড়ির সঙ্গে মানানসই ক্লাচ থাকলে সাজ হয়ে উঠবে সম্পূর্ণ। এটাকে বলা যায় ফ্যাশনদুরস্ত পার্স। সুতো, পুঁতির কাজ করা নানা ধরনের ক্লাচ ব্যাগ পাওয়া যায়। সোনালি থেকে প্রিন্টেড, বিভিন্ন রকমের ক্লাচ ব্যাগ হয়। কোনওটা জাঁকজমকপূর্ণ, কোনওটা আবার নিতান্তই একরঙা। কোন ধরনের ক্লাচ ব্যাগ বাছবেন, তা নির্ভর করে শাড়ির উপর। ডিজ়াইনার শাড়ির সঙ্গে ক্লাচ কিন্তু বেশ ভাল যায়।

বটুয়া

কাঞ্জিভরম হোক বা সোনালি সুতোর কাজ করা জমকালো কোনও সিল্কের শাড়ি, বটুয়া তার সঙ্গে খুবই মানানসই। অভিনেত্রী রেখার শাড়ি থেকে সাজ সব সময়ই থাকে চর্চায়। কাঞ্জিভরম পরে রেখাকে বহু বার দেখা গিয়েছে। শাড়ির সঙ্গে রেখার ‘পোঁটলি ব্যাগ’ বা বটুয়াও নজর কেড়েছে বহু বার। রাজস্থানি বা গুজরাতি কাজ করা, পুঁতি, বিডস বসানো নানা ধরনের পোটলি ব্যাগ হয়। বিয়েবাড়ি বা পার্টিতে শাড়ির সঙ্গে বটুয়ার মেলবন্ধন চিরকালীন ফ্যাশন স্টেটমেন্ট।

টোটস

হ্যান্ডলুম কটন থেকে বুটিকের সুতির শাড়ি বা লিনেন— সমস্ত কিছুর সঙ্গেই বেশ মানায় টোট ব্যাগ। সুতির কাপড়ের উপর রকমারি আঁকিবুকির টোট ব্যাগ ফ্যাশনে ইদানীং বেশ ‘ইন’। পরিবেশবান্ধব উপকরণ দিয়ে তৈরি বিভিন্ন ধরনের টোট ব্যাগও বাজারে আছে। ইক্কত প্রিন্টেড টোট ব্যাগও একরঙা শাড়ির সঙ্গে বেশ লাগবে।

শান্তিনিকেতনের চামড়ার ব্যাগের একটা নিজস্বতা আছে। তাঁত হোক বা অ্যাপ্লিকের সুতির শাড়ি কিংবা খেসের শাড়ি, সমস্ত কিছুর সঙ্গে শান্তিনিকেতনের চামড়ার ব্যাগ বেশ যায়। তবে ইদানীং কৃত্রিম চামড়ার সঙ্গে প্রিন্টেড কাপড় জুড়ে বিভিন্ন ধরনের ব্যাগ তৈরি হচ্ছে। আবার গামছা প্রিন্টের উপর ছবি আঁকা বা এমব্রয়ডারি কাজ করা ঝোলানো ব্যাগও ইদানীং বেশ নজর কাড়ছে। হ্যান্ডলুম শাড়ি, বুটিকের সুতি বা লিনেন শাড়ি, খাদির শাড়ি— সমস্ত কিছুর সঙ্গেই এই ধরনের ব্যাগ নেওয়া যায়।

 

 

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram