মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে শহীদ মিনার ভেঙে ফেলেছে দূর্বৃত্তরা। উপজেলার বাবুখালী আদর্শ ডিগ্রি কলেজের শহীদ মিনারটি ভেঙে ফেলে রেখে পালিয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কে বা কারা শহীদ মিনারের দুটি স্তম্ভ ভেঙে ফেলেছে।
কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার সরকার বলেন, ভাষাশহীদদের স্মরণে কলেজের প্রাচীরের দক্ষিণ পাশে শহীদ মিনার নির্মাণ করা ছিল। পরে এই মিনারটি রেখে সামনে বড় পরিসরে আরেকটি শহীদ মিনার নিমর্মাণ করা হয়। প্রতিবছর ভাষা দিবসে কলেজের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে ভেঙে ফেলা শহীদ মিনারটি পরিত্যক্ত অবস্থায় ছিলো। গত সোমবার বেলা তিনটার দিকে কলেজ বন্ধ করে শিক্ষক ও কর্মচারীরা চলে যান।
সোমবার দিবাগত রাত পৌনে একটার দিকে নৈশ প্রহরী রউফ মৃধা মোবাইল ফোনে জানান, শহীদ মিনারটি ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।
স্থানীয় চেয়ারম্যান মীর সাজ্জাদ হোসেন জানান, শহীদ মিনার ভেঙে ফেলে রাখার কথা জানতে পেরেই ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি খুবই দুঃখজনক। এর সাথে জড়িত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উল ইসলাম জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। যারাই এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে জড়িতদের গ্রেফতার করা হবে।