আমার মায়ের বাংলা ভাষাকে
কেড়ে নিতো ওরা
সেই ভাষাকে ছিনিয়ে আনতে শহীদ হলো যারা
তাদের রক্ত যেন আমার অঙ্গে মাখা
তাদের জন্য আমার সোনার বাংলা পাওয়া।
সালাম জানাই হাজার বার সালাম
শহিদ মিনারে এসে
ওই শহিদদের ভুলে না যাই
শপথ করি আমরা হাতে হাত রেখে
লাল সবুজের পতাকা উড়ছে
ঐ নীল আকাশে
সব শহিদের রক্ত লেগে আছে
লাল বৃত্তের মাঝে।