সমাজের কথা ডেস্ক : অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশে রেকর্ড বৃষ্টিপাতে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। এতে প্লাবিত হয়েছে প্রদেশটির একটি বিমানবন্দর। পানি বেড়ে যাওয়ায় শহরের রাস্তায় ভেসে এসেছে কুমির।
এমন পরিস্থিতিতে কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ১৮ ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, রেকর্ড বৃষ্টিপাতে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সুদূর উত্তরাঞ্চলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। কর্তৃপক্ষের ধারণা, অস্ট্রেলিয়ার এই অঞ্চলে এটিই সবচেয়ে ভয়াবহ বন্যা। কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলেও, বহু মানুষ এখনও পানিতে আটকা আছেন।
বন্যার পর অস্ট্রেলিয়ার এই অঞ্চলের যেসব চিত্র সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে, কেয়ার্নস বিমানবন্দরের বিমানগুলো ডুবে আছে, শহরের মাঝখানে একটি কুমির দেখা গেছে এবং মানুষজন নৌকায় করে বাড়ি ছেড়ে যাচ্ছেন।
তবে এখনও কোনো মৃত্যু বা নিখোঁজ থাকার খবর পাওয়া যায়নি। প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।