নিজস্ব প্রতিবেদক : দুর্বৃত্তরা যশোর শহরতলীর ভেকুটিয়ায় সাইফুল ইসলাম সাগর (৩৫) নামে এক সন্ত্রাসীকে হাতুড়িপেটা করে হত্যা করেছে । ৭ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে তাকে হত্যা করা হয়। নিহত সাগর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ১টি হত্যা মামলা, ২টি মাদকের ও অস্ত্র আইনের মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া সাইফুল ইসলাম ২০১৬ সালে ডাকাতি করার সময় অস্ত্রসহ আটক হন।
গ্রামবাসী ও পুলিশ সুত্র জানায়, সাইফুল ইসলাম সাগর এলাকায় সন্ত্রাসী এবং চাঁদাবাজ হিসেবে চিহ্নিত ছিল। এসব ঘটনায় তার বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি কারাগারে ছিলেন। তবে ১০/১২ দিন আগে তিনি বাড়িতে আসেন। বাড়ি ফেরার পর অবশ্য তিনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এলাকার কতিপয় দুর্বৃত্ত তার উপর চড়াও হয় এবং মারপিট শুরু করে। আক্রমণকারিরা তাকে বেধড়ক মারপিট ও তার দুই পায়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। সজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তবে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাতেই ঢাকায় স্থানাšত্মর করা হয়। নেয়ার পথে অ্যাম্বুলেন্সে সাগরের মৃত্যু হয়।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বজলুর রশিদ টুলু বলেন, সাগরের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছিল।
যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশি অভিযান চলছে।